কুষ্টিয়ায় ২ লাখ টাকার কোয়েল ও টার্কি পাখি হত্যার অভিযোগ
কুষ্টিয়া শহরের চৌড়হাস আদর্শপাড়ায় শত্রুতাবশত কোয়েল ও টার্কি পাখি হত্যা অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত গভীর রাতে চৌড়হাসে আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চৌড়হাস আদর্শপাড়ায় করিম শেখের ছেলে হেলাল শেখ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, বেশ কয়েকদিন আগে একই এলাকার সজিব হোসেন (৩৫), বাপ্পি (২৭), আল আমিন ১৮ ও আকিব (২০) সহ অজ্ঞাত আরো ৭/৮ জন মিলে কোয়েল পাখির খামারে যেয়ে খামারটি বন্ধের জন্য হুমকি দিয়ে আসে। খামার বন্ধ না বড় ধরনের ক্ষতি হবে।
গতকাল সকালে খামারের মালিক হেলাল তার খামারে যেয়ে দেখে সব দরজা জানালা খোলা। সেখানে ১০০০ থেকে ১২০০ কয়েল পাখি ও ৬টি টার্কি পাখি মৃত অবস্থায় দেখতে পায় এবং আরো কিছু পাখি চুরি করে নিয়ে যায়। যার অনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এদিকে কোয়েল পাখি ও টার্কি পাখি মেরে ফেলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, বিষয়টি তদন্তধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।