সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

সামনে অনেকের সাথেই জুটি হিসেবে কাজ করা যাবে: বুবলি

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ১২, ২০১৭
news-image

চলচ্চিত্র ক্যারিয়ারের খুব বেশি সময় পার না হলেও এরইমধ্যে অনেক বিষয়েই আলোচনায় এসেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। তবে নিজের জায়গাটা বেশ আঁটসাটভাবেই বেঁধেছেন তিনি। একের পর এখন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হচ্ছেন। আর মুক্তির তালিকাতেও রয়েছেন ধারাবাহিকতা।

এবার কোরবানির ঈদেও দুটি ছবি মুক্তি পাচ্ছে তার। তবে এখন পর্যন্ত শাকিব খান ছাড়া অন্য কারও বিপরীতে দেখা যায়নি এই নায়িকাকে। এই গুঞ্জন চললেও বিষয়টি খুব স্বাভাবিকভাবেই দেখছেন বুবলি।

তিনি বলেন, ‘আমি অন্য কারও বিপরীতে কাজ করবো না তেমন কোনো কথা নেই। সেরকম গল্প ও সার্বিক বিষয় হলে অবশ্যই কাজ করবো। আর ক্যারিয়ারের ক্ষেত্রে জুটি বিষয়টি ইতিবাচক। ইন্ডাস্ট্রিতে আমার সময়টা খুব বেশিদিন নয়। আমি নিজের কাজে প্রাধান্য দিয়েই চলতে চাই। সামনে সবকিছু ঠিক থাকলে আরও অনেকের সাথেই জুটি হিসেবে কাজ করা যাবে।’

সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন বুবলি। এখানেও শাকিবের বিপরীতে দেখা যাবে তাকে। ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামে এই ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ।

এ জাতীয় আরও খবর