রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

টাকার ওপর কাকা’র নজর, কাকা আমার ‘মাল’

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

সালেম সুলেরী

০১. টাকার ওপর কাকা’র নজর

টাকার ওপর কাকা’র নজর, কাকা আমার ‘মাল’,
জনগণের কষ্ট-পুঁজির ওপর ঝাড়েন ঝাল।
একশ টাকায় আটটি টাকা,
ব্যাংকে থেকেই হবে ফাঁকা-
কাকা আমার অর্থ-উজির, ব্যর্থ বেসামাল!
টাকার ওপর কাকা’র নজর’, কাকা আমার ‘মাল’!
০২. করের টোপর
খুঁজছি কেনো বালিশ-তোষক, গাল-পাড়ি দেয় নিন্দুকে,
মাটির গড়া ব্যাংকে এবং আগ্রহ আজ সিন্ধুকে।
ব্যাংকে রাখা টাকার ওপর,
বসিয়ে দিলে করের টোপর-
সবাই রেগে তুললে টাকা- ব্যাংক কাটাবে দিন দুখে!
খুঁজছি কেনো বালিশ-তোষক, গাল-পাড়ি দেয় নিন্দুকে!
০৩. বিত্তে বিপদ
ব্যাংকে আমার বৈধ টাকা রাখবো নিজের দরকারে,
ঐ টাকা-ধন ধরবি কেনো ‘হাওয়া পাওয়া’ সরকারে?
টাকাতো নয় হাওয়ায় পাওয়া,
ছিনতাই বা ঘুষের খাওয়া!
জমিয়ে রাখা বিত্তে বিপদ, মারবো ক্ষোভের চড় কারে?
ব্যাংকে আমার বৈধ টাকা রাখবো নিজের দরকারে।
০৪. ঈদে-পুজোয়
ব্যাংকে কেনো রাখিস টাকা, দে ‘তাহাদের’ চাঁদা দে,
কালো টাকা অনেক পেলো, এবার তাদের ‘সাদা’ দে।
ঢালবি টাকা বাজারে,
যা দিতে হয় যা যারে,
ঈদে-পুজো’য় নেতাজী’কে দে উপহার ‘গাধা- দে?’
ব্যাংকে কেনো রাখিস টাকা, দে ‘তাহাদের’ চাঁদা দে।
০৫. সূচক এখন
এতিম নাকি ফকির হলো অর্থনীতি খাত?
করের নামে ‘যাকাত’ তোলা সারনী-সম্পাত।
ভ্যাট-ভরসায় স্বপ্নবিলাস,
সাধারণের যত্ন-বিনাশ,
অর্থনীতির স্বপ্ন-সূচক ধরা’য় ধুলিস্মাৎ।
এতিম নাকি ফকির হলো অর্থনীতির খাত?
উৎসঃ পূর্বপশ্চিম