ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সেরাকণ্ঠ ডট কম :
মে ২৭, ২০১৭
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৬ জন।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শিশু তন্ময় ঘোষের (৫) পরিচয় পাওয়া গেছে। সে ত্রিশাল পৌরসভা এলাকার সুভাষ ঘোষের ছেলে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের ভাষ্য, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।