মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি ‘অ্যাপল’

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ৩, ২০১৮
news-image

অবিস্মরণীয় উত্থানে বিশ্বের প্রথম এক ট্রিলিয়ন ডলারের(১লাখ কোটি টাকার)পাবলিক কোম্পানি হলো অ্যাপল(অ্যাপল ইনকর্পোরেটেড)।

গত মঙ্গলবার(৩১জুলাই) প্রকাশিত কোম্পানিটির মার্চ থেকে ৩০জুন ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়। এরপর থেকে আইফোন তৈরির এই কোম্পানি শেয়ারের দাম ২০৭ দশমিক ৪০ ডলার বৃদ্ধি পেয়েছে। তাতে নিউইয়র্কের পুঁজিবাজারে নতুন রেকর্ড গড়েছে। এর ফলে অ্যামাজন এবং মাইক্রোসফট কোম্পানিকে ছাড়িয়ে শীর্ষে উঠলো অ্যাপল।

২০০৭ সালে বাজারে আসা কোম্পানির শেয়ার বাজারে দামে হঠাৎ বড় উত্থান হয়েছে। এময়ে কোম্পানির শেয়ারের ১ হাজার ১০০ শতাংশ আয় বৃদ্ধির হয়েছে। যা গত ২০ বছরের মধ্য সর্বোচ্চ মুনাফা। এর মধ্যে সর্বশেষ বছরের চেয়ে মুনাফা তিনগুণ বেশি। মুনাফার অধিকাংশ আয় এসেছে আইফোন ৮ ও এক্স পণ্য বিক্রি থেকে। এই দুটি পণ্য সবচেয়ে বিক্রি হয় চীন এবং জাপানে।

১৯৭৬ সালে অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন নামে যাত্রা শুরু হলেও কোম্পানির বর্তমান নাম ‘অ্যাপল’। বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী কোম্পানিটি চীনের সাংহাই ও নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর