ব্রাজিলের খেলা দেখতে রাশিয়া যাবেন অভিনেত্রী জয়া

আর মাত্র ছয় দিন পরই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠবে দুনিয়া। এরই মধ্যে প্রিয় দলকে সাপোর্ট করতে বহু ভক্ত পাড়ি জমাতে শুরু করেছেন রাশিয়ায়। আর সে তালিকায় যুক্ত হচ্ছেন ফুটবল পাগল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
ব্রাজিলের সমর্থক হয়ে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে রাশিয়া যাচ্ছেন ‘খাঁচা’ খ্যাত এই তারকা। গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা উপভোগ করবেন তিনি।
জয়ার এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, জয়া ব্রাজিলের একটি ম্যাচ দেখবেন।
এদিকে বাংলাদেশ ও কলকাতা দুই স্থানেই অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করেছেন জয়া। তার প্রযোজিত ও অভিনীত ‘দেবী’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর।