শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অনুমোদন পেয়েছে নতুন ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

সেরাকণ্ঠ ডট কম :
এপ্রিল ২৭, ২০১৮
news-image

আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দুইটি হলো- বান্দরবান বিশ্ববিদ্যালয় ও শাহ মাখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়।

এর আগে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল একশ। এ নিয়ে অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১০২।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র মতে, অনুমোদিত বান্দরবান বিশ্ববিদ্যালয়টি বান্দরবান শহরে স্থাপন করা হবে। এটির উদ্যোক্তা বান্দরবানের এমপি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তবে তার সঙ্গে বান্দরবানের কয়েকজন ব্যবসায়ীও রয়েছেন। অন্যদিকে রাজশাহী শহরে স্থাপন করা হবে শাহ মাখদুম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়। স্থানীয় ব্যবসায়ী এবিএম মুকসুল হক এটির উদ্যোক্তা। তার সঙ্গে এ বিশ্ববিদ্যালয় স্থাপনে রাজশাহীর একজন এমপির পৃষ্ঠপোষকতা রয়েছে বলে জানা গেছে।

এর আগে চলতি মাসে আরও দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। সে দুই বিশ্ববিদ্যালয় হলো- খুলনায় ‘খুলনা খান বাহাদুর আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়’ ও রাজশাহীতে ‘আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। দুইটি বিশ্ববিদ্যালয়েরই প্রতিষ্ঠাতা ঢাকা আহছানিয়া মিশনের চেয়ারম্যান কাজী রফিকুল আলম। ‘আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি’নামের আরও একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে তার নামে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ৩৬ ধারা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতিতে এবং একই আইনের ৭ এর ১ ও ২ ধারা অনুযায়ী ২৩টি শর্তে ২৩টি শর্তে নতুন বিশ্ববিদ্যালয় দুটি প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্নের পাশাপাশি সেগুলোর বিরুদ্ধে শিক্ষা বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে যেতে সরকার ছয় দফা সময় দিলেও এখন পর্যন্ত ৩৩টি বিশ্ববিদ্যালয় সে শর্ত পূরণ পারেনি।