রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারীদের রাইড শেয়ারিং চালু করল ‘ও ভাই’

সেরাকণ্ঠ ডট কম :
এপ্রিল ২৭, ২০১৮
news-image

আগামী শনিবার থেকে নারী রাইডারদের নিয়ে নারীদের জন্য বিশেষ সেবা চালু করতে যাচ্ছে ‘ও ভাই সলিউশনস লিমিটেড’-এর জনপ্রিয় রাইড শেয়ারিং সেবা প্ল্যাটফর্ম ‘ও ভাই’। এরই মধ্যে নিবন্ধিত বেশ কিছু নারী রাইডারসহ আরো ৫০ জন নারী রাইডারকে এ সেবাদানে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই তারা রাইডার হিসেবে এ সেবাদান কার্যক্রমে যুক্ত হবে। এ ছাড়া অপেশাদার নারীদের জন্য ‘ও ভাই’ তাদের নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ও ভাই’ অ্যাপের অন্তর্ভুক্ত ‘ও বোন’ অপশনে গিয়ে শুধু নারীরাই রাইড শেয়ারিং সেবা গ্রহণ করতে পারবে। ঢাকার নারীদের সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছন্দে চলাচলের জন্য ‘ও ভাই’ এই সেবা নিয়ে এসেছে। ‘ও ভাই’ প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে নারী রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করছে। এই অ্যাপে একটি ‘ইন-অ্যাপ’ এসওএস ফিচার রয়েছে, যার মাধ্যমে নারীরা যেকোনো সময় ‘ও ভাই’ মূল সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবে। ‘ও ভাই’ দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। নতুন একটি উদ্যোগ হলেও এরই মধ্যে ইমার্জেন্সি এসওএস, বাধ্যতামূলক হেলমেট, ৫০ কিলোমিটারের গতি নিয়ন্ত্রক, পরিচ্ছন্নতা ও বিভিন্ন রকমের পেমেন্ট অপশনসহ নানা আকর্ষণীয় ফিচারের মাধ্যমে এ সেবা জনপ্রিয়তা অর্জন করেছে।