সৌদির ১ কোটি চাকরি বিদেশিদের দখলে!
সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৪, ২০১৭
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের মোট শ্রমশক্তির সবচেয়ে বড় অংশটাই বিদেশি। বেশ কয়েকটি সূত্রের বরাতে আল-আরাবিয়া জানায়, সৌদির মোট শ্রমশক্তির এক কোটি বিদেশিদের দখলে।
বিদেশিদের মধ্যে আছে ভারতীয়, পাকিস্তানি, মিশরীয়, ইয়েমেনি ও বাংলাদেশি। দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা ১২ লাখ।
এছাড়া ৩০ লাখ শ্রমিক নিয়ে শীর্ষে আছে ভারত। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের চিরশত্রু পাকিস্তান। পাকিস্তানের শ্রমিকের সংখ্যা ২৫ লাখ। এছাড়া মিশরীয় আছে ২২ লাখ আর ইয়েমেনির সংখ্যা ১৪ লাখ।
দেশটির শ্রমশক্তি জরিপে দেখা যায়, ২০১৭ এর প্রথমাংশে সৌদিতে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা ১ কোটি ৮৫ হাজার।
সৌদি আরবে মোট কর্মজীবীর সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ১৩৭ জন। তার মানে, দেশটির শ্রমশক্তিতে সৌদি নাগরিকদের সংখ্যা মাত্র ৩৮ লাখ।