সিরাজগঞ্জে কয়েলের আগুনে পুড়ে ঝলসে গেছে দুই জন, তিন গরু সহ বাড়ী পুরে ছাই
আল ইমরান মনু-সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিনানই গ্রামের “হারেস দেওয়ান” এর বাড়ীতে মশার কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন লেগে যায় এতে একজন গুরুতর সহ ঝলসে গেছেন দুই জন।গুরুতর আহত “মোছাঃ হুসনিয়ারা খাতুন”কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুরবানির গরুর হাটে বিক্রির জন্য পালিত একটি ষাড় গরু(প্রায় দের লক্ষ টাকা) সহ একটি গাভী ও একটি বাছুর মিলে মোট তিনটি গরু পুড়ে যায়। ষাড়টি সঙ্গে সঙ্গে মরে যায় এবং মুমূর্ষ আবস্থায় গাভীটি জবাই করা হয়।এদিকে বাড়ীর কয়েটি ঘর ও নারঁকেল গাছ সহ কিছু গাছ পুড়ে যায়। গঠনাটি ঘটে আনুমানিক রাত ১২ টার সময়। প্রত্যাক্ষদর্শী আব্দুল মজিদ ইমন জানান- ঘুমের মধ্যে চিল্লা-পাল্লার শব্দ পেয়ে আমরা বন্যার পানি ভেঙ্গে যেতে যেতে সব কিছু পুড়ে যায় এবং ষাড় গরুটি চোখের সামনেই মরে যায়।বন্যার কারনে শুকনো যায়গা না থাকায় মরা গরুটি রাতে ভাসিয়ে দেয়া হয়।