খুলনায় ২২ কোটি টাকার কোকেনসহ আটক ৬
খুলনায় সোয়া দুই কেজি (২২৫০ গ্রাম) কোকেনসহ মাদক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব-৬ এর একটি দল। র্যাব দাবি করছে, উদ্ধারকৃত কোকেনের আনুমানিক মূল্য ২২ কোটি টাকা। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোকেনসহ ৬ জনকে আটক করা হয়।
র্যাব-৬ এর সিনিয়র এএসপি উৎপল রায় এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাত ১০টায় নগরীর ময়লাপোতা থেকে অভিযান শুরু করা হয়। এরপর দাকোপসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই কোকেন উদ্ধার ও মাদক চোরাচালান চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। র্যাবের এ কর্মকর্তা দাবি করছেন, উদ্ধারকৃত কোকেনের আনুমানিক মূল্য ২২ কোটি টাকা।
তিনি জানান, এ বিষয়ে শনিবার দুপুর ১২টায় র্যাব-৬ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।