শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দুর্লভ ছবি

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ২৮, ২০১৭
news-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৭তম জন্মদিন আজ ২৭ জুলাই বৃহস্পতিবার। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম হয়। স্বাধীনতা যুদ্ধ জয়ের পর তার নাম ‘জয়’ রাখেন নানা শেখ মুজিবুর রহমান।

জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের নেতারা ফেসবুকে ছবিসহ জয়কে অভিনন্দন জানিয়েছেন। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘মা-বেটা! কত শত বাধা আর চক্রান্ত গত ৪৫ বছর ধরে তারা পাড়ি দিয়ে আসছেন। মহান আল্লাহতালা রাব্বুল আল আমিন তাদের সহিসালামতে রাখুন।’

এদিকে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলাদাভাবে উত্তর দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলের জন্য আমার শুভ কামনা।’

এ জাতীয় আরও খবর