রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আহত রণবীর সিং

সেরাকণ্ঠ ডট কম :
মে ২৭, ২০১৭

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেতা রণবীর সিং ‘পদ্মাবতী’র শুটিং সেটে আহত হয়েছেন। ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলাকালীন সময়ে হঠাৎ‍ মাথায় চোট পান। মাথা থেকে শুরু হয় প্রচন্ড রক্তপাত।
সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। মাথায় সেলাইও করতে হয়েছে এ অভিনেতার। এ ঘটনার পরেও বিশ্রাম না নিয়ে শুটিং করেছেন রণবীর।
ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণবীর। এর আগেও একাধিকবার শিরোনামে এসেছে সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’।
রাজস্থানে শুটিংয়ের সময় কর্নী-সেনার হামলা এবং পরবর্তীকালে মুম্বাইয়ে সেটে দুষ্কৃতীদের অগ্নিকা-ের ঘটনার সাক্ষী হয়েছে পুরো শুটিং ইউনিট।
এর আগেও ছবির শুটিং করার সময় আহত হয়েছেন রণবীর। ২০১৫ সালে সঞ্জয় লীলা বনশালির ছবি ‘বাজিরাও মস্তানির’র অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে আহত হয়েছিলেন। সেবার জয়পুরে একটি বাড়ির উপর থেকে পড়ে যান রণবীর। তবে তার বড় আঘাত লাগেনি।
সূত্র : আরটিভি

এ জাতীয় আরও খবর