শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নওগাঁয় কৃষকদের মাঝে স্মার্ট মোবাইল বিতরণ

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

নওগাঁয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিতে বিশেষ সফট্ওয়্যার সম্বলিত স্মার্ট মোবাইল ফোন বিতরণ করেছে। এর ফলে এখন থেকে মোবাইলের মাধ্যমে ফসলের বিভিন্ন সমস্যা সমাধানে কৃষি বিভাগের সাথে কৃষক সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এমপাওয়ার নামে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর উপজেলার ৫৭ জন কৃষককে বিশেষ সফট্ওয়্যার সম্বলিত এ মোবাইল সেট দেয়। এর মাধ্যমে এখন থেকে মোবাইল ফোনের এই সফট্ওয়্যার থেকে কৃষক কৃষি বিষয়ক যাবতীয় পরামর্শ পাবেন।

পরামর্শ বলতে শুধু রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ থেকে নিরসন নয়, বরং কোন্ জমি কোন্ ধরণের ফসলের উপোযোগী কিংবা কোন্ ফসলে কেমন খরচ আর লাভ কত সে হিসেবও মোবাইল ফোনের মাধ্যমে জানবে কৃষক।

নওগাঁয় ভালো ফলাফল পাওয়া গেলে সারা বরেন্দ্র এলাকায় এ প্রযুক্তি ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

এ জাতীয় আরও খবর