বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে শুক্রবার মৌনমিছিল

সেরাকণ্ঠ ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক :মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার ঢাকায় মৌনমিছিল করবে গণজাগরণ মঞ্চ।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘আসুন সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মৌনমিছিলে অংশ নিই। সারা বিশ্বকে জানিয়ে দেই বাংলাদেশের মানুষ নিপীড়িত রোহিঙ্গাদের পাশে আছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষ সেখানকার সামরিক জান্তার গণহত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে, যা বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা। প্রতিদিন বাংলাদেশ সীমান্তে আসছে নারী-শিশু নির্বিশেষে ঘরহারা লক্ষ লক্ষ মানুষ। সাগরে কচুরিপানার মতো ভেসে আসছে মানব শিশুর লাশ। নিপীড়নের শিকার মানুষগুলোকে তাদের নিজেদের দেশে নিরাপদে বাস করার অধিকার ফিরিয়ে দিতে জোরালো ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের সরকারকে এই গণহত্যা বন্ধ করতে বাধ্য করতে হবে। প্রয়োজনে সারা পৃথিবীর মানুষের কাছে এই গণহত্যার খবর পৌঁছে দিয়ে জনমত তৈরি করতে হবে।