মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হেফাজতের চাপেই ভাস্কর্য অপসারণ হয়নি : শামসুদ্দিন চৌধুরী মানিক (ভিডিও)

সেরাকণ্ঠ ডট কম :
মে ২৬, ২০১৭

সারোয়ার জাহান : সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে ভাস্কর্য স্থাপন এবং রাতের আধারে অপসারণের পেছনে অন্য কোনো রাজনৈতিক দুরভিসন্ধি আছে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার বিকালে এটিএন নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, হেফাজতে ইসলামের চাপ আছে সেই চাপকে আমরা অবশ্য অবজ্ঞা করব। কারণ হেফাজত ইসলামের চাপে দেশ চলবে না এবং তাদের কথা মতো কোনো কিছু ঘটবে না। আমি মনে করি না এই ভাস্কর্যটি হেফাজতে ইসলামের কারণে অপসারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রধান বিচারপ্রতি অনেক কথাই বলছেন যেগুলো রাষ্ট্র এবং দেশের জন্য ক্ষতিকর। এরই মধ্যে তিনি বলেছেন, এই সরকার বিচার বিভাগকে পঙ্গু করে দিয়েছেন। সুপ্রীম কোর্টকে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। এই গুলোর আলোকে বিষয়টি দেখতে হবে। সূত্র : এটিএন নিউজ।