রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাহাড়ি ঢলে যমুনায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১৭, ২০২৩
news-image

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ছে। এ পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পাট, তিল, কাউনসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবার বন্যার আশংকা রয়েছে। জেলা প্রশাসন বন্যা নিয়ন্ত্রন কক্ষ খুলেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) রনজিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বাড়ছে।

এতে শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার ১৫ সেঃ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার তীরবর্তী নি¤œাঞ্চলের বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে এবং কাঁচাসড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। এতে বহু পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে ভাঙ্গনও দেখা দিয়েছে। তবে বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, কাজিপুরসহ সিরাজগঞ্জ সদর উপজেলার অনেক স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। ইতিমধ্যেই কাজিপুরে সলিড স্পার ও যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের প্রায় ২’শ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। এ ভাঙ্গন ও ধস রোধে স্থানীয় পাউবো রাতদিন কাজ করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশংকা করা হচ্ছে। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।