শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনকে এফ-১৬ দেবে না যুক্তরাষ্ট্র

সেরাকণ্ঠ ডট কম :
জানুয়ারি ৩১, ২০২৩
news-image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে না ওয়াশিংটন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক সমরাস্ত্রের তালিকা পাঠিয়েছেন। এই তালিকার শীর্ষে ছিল যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। সোমবার সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, তিনি ইউক্রেনকে এফ-১৬ দিয়ে সহযোগিতা করবেন কিনা। জবাবে বাইডেন সাফ জবাব দেন, না।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকী সামনে আসার সাথে সাথে ইউক্রেনকে সমর্থনকারী জোটের সমর্থনের প্রদর্শন হিসাবে বাইডেন ইউরোপে ভ্রমণ করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের লজিস্টিক হাব হিসেবে পোল্যান্ডকে বিবেচনা করা হচ্ছে। ইউরোপ সফরের সময় বাইডেন পোল্যান্ড যাবেন কিনা জানতে চান সাংবাদিকরা। তিনি বলেছেন, আমি পোল্যান্ডে যাচ্ছি। যদিও আমি জানি না কবে।