মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চিংড়িতে জেলি পুশ করায় লাখ টাকা জরিমানা

সেরাকণ্ঠ ডট কম :
এপ্রিল ১৪, ২০২২
news-image

চিংড়ি ও অন্যান্য মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি, ওলোট কম্বল ইত্যাদি অপদ্রব্য পুশ করার অভিযোগে সাতক্ষীরার দেবহাটার গাজীরহাট মৎস্য আড়ত থেকে পাঁচ মাছ ব্যবসায়ীকে র‌্যাবের সহায়তায় আটক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ দল।

বুধবার (১৩ এপ্রিল) এ অভিযান চালানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর ভ্রাম্যমাণ আদালত দুইটি প্রতিষ্ঠানের মালিক বাবলু গাজী ও সিরাজুল ইসলামকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন। বাকি তিনটি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে মোট ১,০৫০০০ টাকা জরিমানা করেছেন। এছাড়া অপদ্রব্য মিশ্রিত মাছগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়।

উল্লেখ্য, গত কয়েক মাস আগেও গাজীরহাট মৎস্য সেডে চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।