অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন ভন
সেরাকণ্ঠ ডট কম :
এপ্রিল ১৪, ২০২২
অস্ট্রেলিয়ান পুরুষ দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেফ ভন। রাজ্য দল তাসমানিয়ার কোচিংয়ের দায়িত্ব পালন করতে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। অস্ট্রেলিয়ান প্রধান কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের চাকরি পাকাপোক্ত হওয়ার পর পদত্যাগ করলেন ভন। তিনি বলেন, ‘সবকিছু যেভাবে হয়েছে তাতে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করছি।’জাতীয় দলে থাকায় যে সুযোগ সুবিধা পেয়েছেন তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান ভন। ২০২১ সালের জুলাইয়ে মাইকেল ডি ভেনুতোর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পান ভন। গত বছর অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সঙ্গেও ছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ জয়েরও অংশ ছিলেন ভন। সম্প্রতি পাকিস্তানে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পান।