অষ্টাদশ বিসিএস ফোরাম স্বাধীনতা দিসব উদযাপন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : অষ্টাদশ বিসিএস ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সংগঠনটির ২০২২-২০২৩ কার্যনির্বাহী পর্যদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর চলচিত্র প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবন মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
চলতি কার্যনির্বাহী সংসদের সভাপতি সুরাইয়া পারভীন শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলতি কমিটির মহাসচিব রফিকুল ইসলাম, বিদায়ী কমিটির সভাপতি একেএম এনামুল করিম ও মহাসচিব মোঃ শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাডার কো-অর্ডিনেটর আয়েশা সিদ্দিকা শেলী এবং বর্তমান কমিটির দপ্তর সম্পাদক জাহিদ বিন মতিন।
সভাপতির বক্তব্যে সুরাইয়া পারভীন শেলী বলেন, নতুন কমিটির উদ্যোগে এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আশা করি সফলতার সাথে আমাদের কার্যক্রম সকলের সহযোগিতার ভিত্তিতে আমরা সম্পন্ন করতে পারবো। তিনি বলেন, আমরা সকলেই বন্ধু-ভিন্ন ভিন্ন ক্যাডার, বন্ধু আমরা সবার। সকলে সকলের বিপদে-আপদে পাশে থাকবো। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।
চলতি কমিটির মহাসচিব রফিকুল ইসলাম বলেন, বৈশ্বিক অতিমারির কারণে আমাদের অভিষেক আয়োজন কিছুটা বিলম্বিত হয়েছে। তবে এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সুষ্ঠু পরিকল্পনা ও রূপরেখার ভিত্তিতে সৌহাদ্য-সম্প্রীতি বজায় রেখে আমাদের কার্যক্রম পরিচালিত হবে। এর আগে বিদায়ী কমিটির সভাপতি ও মহাসচিব নতুন কমিটির সভাপতি -মহাসচিব এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে সকল সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পরেই অনুষ্ঠিত হয় পরিচিত পর্ব। অনুষ্ঠানে আগত অষ্টাদশ বিসিএস ফোরামের কর্মকর্তাগণ তাদের নিজেদের পরিচয় তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্ককৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।