নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার তাগিদ পূর্ত প্রতিমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার তাগিদ পূর্ত প্রতিমন্ত্রীর। ঢাকা, ৩০ অক্টোবর, মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। মঙ্গলবার অপরাহ্ণে রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এবং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ফ্ল্যাট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী মঙ্গলবার বিকেলে উত্তরা ১৮ নম্বর সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ঘুরে দেখেন। প্রকল্প এলাকা বিভিন্ন স্থাপনা এক এক করে তিনি পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট পরিদর্শন করেন। রাজধানী ঢাকার অদূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই আবাসন প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে তিনি সন্তুষ্টি ব্যক্ত করেন। উল্লেখ্য যে প্রকল্প এলাকার ৫৫% জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন, রাস্তা ইত্যাদির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রকল্পের অভ্যন্তরে মসজিদ, কমিউনিটি সেন্টার, কিচেন মার্কেট/ সুপার শপ, কমার্শিয়াল কমপ্লেক্স ইত্যাদির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এছাড়া গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে DMA(District Metering Area) এর পরিবর্তে HDPE পাইপ ব্যবহার করে পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে যা অধিকতর টেকসই ও দীর্ঘস্থায়ী। প্রকল্পের প্রত্যেকটি ভবনে পর্যাপ্ত সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, স্ট্যান্ডবাই জেনারেটর এর মাধ্যমে ইমার্জেন্সি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য যে এ প্রকল্পের প্রত্যেকটি ভবনে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং এর ব্যবস্থা রাখা হয়েছে। আন্ডারগ্রাউন্ড ক্যাবল এর মাধ্যমে ভবনে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে যা সৌন্দর্য এবং অগ্নিনিরাপত্তা বৃদ্ধি করেছে। মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি/বেসরকারি চাকরিজীবী, শিল্পী-সাহিত্যিক- ক্রীড়া ব্যক্তিত্ব, আইনজীবী, ব্যবসায়ীসহ ২২ ক্যাটাগরির লোকজন এখানে ফ্ল্যাট এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন কারীর বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে। রাজউকের ওয়েবসাইট হতে আবেদন ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে জামানতের অর্থ প্রদান করে “চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প” বরাবর আবেদন করতে হবে। এ প্রকল্পের প্রতিটি ফ্লাটের গ্রস আয়তন ১৬৫৪ বর্গফুট। এরপর প্রতিমন্ত্রী মিরপুর ৬ নম্বর সেক্টরে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি কর্মকতাদের জন্য ২৮৮ টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। ২৯০ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্প এবছরের ডিসেম্বর মাসে শেষ হবার কথা। বর্তমানে প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি যথাক্রমে ৭৪ শতাংশ ও ৫৭ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মোঃ: সাঈদ নূর আলম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।