শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা হ্যাকারদের

সেরাকণ্ঠ ডট কম :
সেপ্টেম্বর ১২, ২০২০
news-image

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রচারণা লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে চীনের হ্যাকার গ্রুপ।এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করছে চীন, ইরান এবং রাশিয়ার হ্যাকাররা। এ বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট।এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপকারী রুশ হ্যাকার গ্রুপ স্ট্রনটিয়াম সম্প্রতি রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিভিন্ন সংস্থাসহ অন্তত দুই শতাধিক সংগঠনকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। স্ট্রনটিয়াম গ্রুপটি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা গ্রু’র মদদপুষ্ট বলে অভিযোগ রয়েছে।এদিকে চীনের জিরকোনিয়াম নামের হ্যাকার গ্রুপ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রচারণা লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনের বিশিষ্ট ব্যক্তির ইমেইলও হ্যাক করার চেষ্টা করেছে চীনা হ্যাকাররা।এছাড়া, ইরানি হ্যাকার গ্রুপ ফসফরাস গত মে-জুন মাসে হোয়াইট হাউস কর্মকর্তা এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে হানা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে মাইক্রোসফট।