বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের গুলিতে আবারও এক কৃষ্ণাঙ্গ নিহত,উত্তাল যুক্তরাষ্ট্র

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৩, ২০২০
news-image

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড এর পর পুলিশের গুলিতে  নিহত আরো এক কৃষ্ণাঙ্গ। নিহত ৩১ বছর বয়সী ওই ব্যক্তির নাম ট্রেফোর্ড প্লেরিন।লুইসিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুরি নিয়ে একটি দোকানে প্রবেশের চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে কাছের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এই ঘটনার নিন্দা জানিয়েছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। তারা বলেছে, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশি সহিংসতার আরও একটি ভয়ঙ্কর ঘটনা এটি। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, এর আগে ২৫শে মে জর্জ ফ্লয়েড নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হাঁটু দিয়ে গলা চেপে হত্যা করে পুলিশ।  ওই ঘটনায় প্রতিবাদে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা যুক্তরাষ্ট্র।