শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ পেয়েও নিলেন না আইজিপি বেনজীর

সেরাকণ্ঠ ডট কম :
জুন ২২, ২০২০
news-image

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি পদে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। পদাধিকার বলে, এ দায়িত্ব তার নেয়ার কথা থাকলেও; সে পথে হাঁটেননি পুলিশের নতুন আইজিপি। রেওয়াজ অনুসারে পুলিশের আইজিপি কাবাডি ফেডারেশনের সভাপতির পদ অলঙ্কৃত করে থাকেন।

আর এতোদিন ধরে এভাবেই চলে আসছিলো সব কিছু। কিন্তু এতো বছরের রেওয়াজে এবার বাধ সাধলেন বেনজীর আহমেদ। র‌্যাবের মহাপরিচালক থেকে পুলিশের আইজিপি হলেও কাবাডি ফেডারেশনের দায়িত্ব নিতে চাননি তিনি।

কারণ, র‌্যাবের মহাপরিচালক থাকার সময় থেকেই বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। একই সঙ্গে নবগঠিত দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলরেরও প্রথম সভাপতি তিনি। আর এ কারণেই দুটি ফেডারেশনের দায়িত্ব নিতে চাননি বেনজীর। তার এবং আন্তর্জাতিক দাবা সংস্থা (ফিদে)’র অনুরোধে দাবা’তেই রেখে দেয়া হচ্ছে বেনজীর আহমেদকে। একই সঙ্গে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায়, নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

ফলে যেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন আগের দায়িত্বরতরাই। সহ সভাপতি হিসেবে থাকছেন ৪ জন, আর যুগ্ম সম্পাদক ২ এবং কোষাধ্যক্ষ পদে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। কার্যনির্বাহী বোর্ডের সদস্য হিসেবে আছেন ১৭ জন।