বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনের ওপরে নির্ভরতা কমাতে আমদানি পণ্যের তালিকা চেয়েছে ভারত সরকার

সেরাকণ্ঠ ডট কম :
জুন ২২, ২০২০
news-image

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাত বৃদ্ধির পরেই সারা ভারতে চীনা পণ্য বয়কটের আওয়াজ শোনা যাচ্ছে। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক কিছুই চীন থেকে আমদানি করতে হয়৷ আর তাই চীনের ওপর নির্ভরতা কমাতে তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। চীন থেকে যে পণ্যগুলো আমদানি করা হয়, সেসবের তালিকা চাওয়া হয়েছে। এমনকি সেসব ভারতে উৎপাদিত হলে দাম কত পড়বে, উৎপাদনের ক্ষেত্রে করসংক্রান্ত কী কী অসুবিধা রয়েছে, সেসবও শিল্পমহলের কাছে জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার৷

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে হওয়া আত্মনির্ভর ভারত প্রকল্প নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চীনের ওপরে নির্ভরতা কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনা হয়৷ এ সময় মোদি বলেন, চীন থেকে নিম্নমানের পণ্য গুলো দেশে উৎপাদন করলে দেশে উৎপাদিত পণ্যের পরিমাণও বাড়বে। ফরে দেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে৷

জানা গেছে, ভারতের মোট আমদানির প্রায় ১৪ শতাংশ চীন থেকে আসে। মোবাইল, প্লাস্টিকের খেলনা এবং ওষুধের কাঁচামালের জন্যই চীনের ওপর বেশি নির্ভরশীল ভারত৷