সন্তানসহ ইউএনও তানিয়া করোনায় আক্রান্ত
পটুয়াখালীতে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. তানিয়া ফেরদৌস ও তার পাঁচ বছরের শিশু সন্তানসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন। করোনায় ১১ জন মারা গেছেন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭৬ জন।
শিশু সন্তানসহ ইউএনও’র করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গত ১৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস ও তার পাঁচ বছরের শিশু সন্তানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (১৯ জুন) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ পর্যন্ত উপজেলায় ১৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন পাঁচজন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, নতুন আরও নয়জনসহ জেলায় মোট ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন। করোনায় মারা গেছেন ১১ জন।