বলিউড তারকাদের প্রতি চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান
বিনোদন ডেস্ক : চীনা পণ্যের বিজ্ঞাপন না করার জন্য বলিউড তারকাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) এই আহ্বান জানিয়েছে।ইন্দো-চীন সীমান্তে উত্তেজনার কারণে অনেকেই বেশ কিছুদিন ধরে ভারতে চীনা পণ্য বর্জনের ডাক দিয়ে আসছেন। সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর চীনের উৎপাদিত পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে সিএআইটি।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক খোলা চিঠিতে আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ক্যাটরিনা কাইফসহ অন্যদের চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান জানায়। এছাড়া অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিতসহ বেশ কয়েকজন তারকাকে চীনা পণ্য বর্জনের জন্য ‘ভারতীয় সামান-হামারা অভিমান’ ক্যাম্পেইনে যোগ দিতে অনুরোধ করেছে ব্যবসায়ীক সংগঠনটি।
এর আগে আরশাদ ওয়ার্সি, মিলিন্দ সুমন, রণবীর শোরের মতো বলিউড তারকারা চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি নিজেরাও চীনা পণ্য ব্যবহার করবেন না বলে জানান।