মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জার্মানিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

সেরাকণ্ঠ ডট কম :
এপ্রিল ১৫, ২০২০
news-image

আন্তর্জাতিক ডেস্ক  : বিশ্বের সেরা স্বাস্থ্য ও চিকিৎসাসেবা থাকা সত্ত্বেও জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত ২৮৫ জন রোগী প্রাণ হারিয়েছেন। মহামারি এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশটিতে একদিনে এত প্রাণহানির ঘটনা ঘটেনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, মৃতের সংখ্যা বাড়লেও জর্মানিতে আক্রান্তের হার কমেছে বলে জানিয়েছে দেশটির সংক্রমণ রোগবিষয়ক গবেষণা কেন্দ্র রবার্ট কক ইনস্টিটিউট। গত একদিনে জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪৮৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৮৩; যা একদিনে সর্বনিম্ন আক্রান্ত দিনগুলোর মধ্যে একটি।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা সোয়া লাখ ছাড়ালেও মৃৃত্যুহার তুলনামূলক কম। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হজার ৪৯৫ জন। রবার্ট কক ইনস্টিটিউট জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৭২ হাজার ৬০০ রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

আক্রান্তের সংখ্যায় জার্মানি ওপরের দিকে থাকলেও মৃত্যুর সংখ্যা বিচারে দেশটি অনেক পেছনে। দেশটিতে মৃতের সংখ্যার বিচার করছে তা গড়ে মৃত্যুহার ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ। অথচ ইতালিতে এই হার ১২ শতাংশ। যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে ১০ শতাংশের বেশি।

জার্মানিতে করোনার প্রথম সংক্রমণ দেখা যায় ফেব্রুয়ারির মাঝামাঝি। কিন্তু জানুয়ারি থেকেই দেশটির সরকার করোনা শনাক্তে ব্যাপক হারে পরীক্ষার সিদ্ধান্ত নেয়। জানুয়ারি শেষ না হতেই তারা করোনা পরীক্ষার প্রক্রিয়া চূড়ান্ত করে। শুরু হয় গণহারে পরীক্ষা।