শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে গমের পরিবর্তে ভুট্টা চাষ

সেরাকণ্ঠ ডট কম :
এপ্রিল ২, ২০২০
news-image

এ বছর গমের পরিবর্তে ভুট্টা চাষ করেছেন ঝিনাইদহের কৃষক। গত কয়েক বছর ধরে গম ক্ষেতে হুইট ব্লাস্ট রোগ দেখা দেয়ায় এ বছর আর গম চাষ করেন নি তারা । কৃষকের দাবি ভুট্টার ন্যায্য দাম।

এখন চলছে ভুট্টার মৌসুম। ঝিনাইদহ জেলার কৃষক রাত দিন ব্যস্ত ভুট্টা কাটা, মাড়াই, শুকানো ও ঘরে তোলার কাজে । অক্টোবর মাসের ১৫ তারিখের পর থেকেই ভুট্টার বীজ বপন শুরু করেন কৃষক। আর মে মাসের মাঝামাঝি শুরু হয় ভুট্টা কাটা।

এ অঞ্চলে সুপার সাইন, এলিট, উত্তরোণসহ বিভিন্ন উচ্চফলনশীল জাতের ভুট্টা চাষ হয়েছে বেশি। এ পর্যন্ত বিঘায় ফলন পাওয়া গেছে ৫০ থেকে ৬০ মণ। প্রকারভেদে প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে ছয়শ’ ৫০ থেকে সাতশ’ টাকায়।

ইতোমধ্যে ৮০ ভাগ জমির ভুট্টা কাটা শেষ হয়েছে। এবার হেক্টর প্রতি ১০ টনেরও বেশি ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।

এবার জেলায় ১২ হাজার ছয়শ’ ৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে বলে জানিয়েছে ঝিনাইদহ কৃষি বিভাগ।

এ জাতীয় আরও খবর