কুড়িগ্রামে ট্রাক চাপায় রিকশাচালকের মৃত্যু
কুড়িগ্রাম শহরের জিয়াবাজার এলাকায় ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩৬) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত রিক্সা নিয়ে সাইফুল ইসলাম শহরের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে মুখোমুখি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে স্থানীয় লোকজন ও ট্রাফিক পুলিশের সদস্যরা আটকের চেষ্টা করলে চালক বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে পালিয়ে যায়।
নিহত রিকশাচালক সাইফুল ইসলাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনার পর বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে চালক পালিয়ে যায়। তবে ট্রাক ও ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।