বুলবুল মোকাবিলায় মাঠে থাকবে আ. লীগ : কাদের
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় আওয়ামী লীগসহ এর সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (৯ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সরকারের পাশাপাশি দল ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দলের নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকবেন। তারা জান-মাল রক্ষা এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জনগণকে সার্বিক সহযোগিতা দেবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তারা জানমাল রক্ষা ও জলোচ্ছ্বাস মোকাবিলায় সার্বিকভাবে সহযোগিতা দেবে। দলীয়ভাবে মেডিকেল টিমও প্রস্তুত রাখা হবে। টিমের কর্মীরা জরুরি ত্রাণ পৌঁছানোর কাজ করবেন।
এ দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, মোংলা ও পায়রা বন্দরের খুব কাছে অবস্থান করছে বুলবুল। কয়েক ঘণ্টার মধ্যেই আঘাত আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।