অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি
সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২, ২০১৯
১৯তম বোলার হিসেবে অ্যাশেজের ইতিহাসে শততম উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। গতকাল থেকে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বল হাতে ৮৬ রানে ৫ উইকেট নেন ব্রড। এরমধ্যে তার শেষ উইকেটটি ছিলো দিনের প্রধান চমক অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের। তার উইকেট নিয়েই ১২৮তম টেস্টে ১৭ বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নেন ব্রড। সেই সাথে অ্যাশেজের ইতিহাসে বোলার হিসেবে ২৮ ম্যাচে ১শ উইকেটও পূর্ণ করেন তিনি।
অ্যাশেজ ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ৩৬ ম্যাচের ৭২ ইনিংসে তার শিকার ১৯৫ উইকেট। দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা। ৩০ ম্যাচের ৬০ ইনিংসে ম্যাকগ্রার শিকার ১৫৭ উইকেট।