বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয়-ভীতির পরিবেশ থেকে বের হতে হবে : আমীর খসরু

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১৩, ২০১৯
news-image

সরকার একটা ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে সামনের দিকে চলতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া এই ভয়-ভীতির পরিবেশ থেকে বের হওয়া যাবে না, গণতন্ত্র ফিরে পাওয়া যাবে না, বাকস্বাধীনতা পাওয়া যাবে না, আইনের শাসন ফিরে পাওয়া যাবে না। শুক্রবার (১২ জুলাই) মহানগর বিএনপির নাসিমন ভবন কার্যালয় চত্বরে আগামী ২০ জুলাই দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে। এটা করতে গিয়ে সরকার দেশবাসীর সব মৌলিক অধিকার হরণ করে চলেছে। এ সময় সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে বন্দি রাখা মানে গণতন্ত্রকে বেঁধে রাখা। তিনি মুক্ত থাকলে দেশে ভোট চুরির নির্বাচন হতে পারবে না। তার মুক্তির দাবিতে ২০ জুলাই অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার করার আহ্বান জানান বিএনপি নেতারা।