ধর্ষণের শাস্তি ধর্ষকের যৌন সক্ষমতা ধ্বংস
শিশু ধর্ষণকারীদের শাস্তি হলো ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় যৌন সক্ষমতা ধ্বংস, ইউক্রেনের পার্লামেন্টে এমন একটি আইন পাশ হয়েছে। দেশটির ২৪৭ জন এমপির ভোটে গত বৃহস্পতিবার আইনটি পাশ হয়।নতুন এ আইনের আওতায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী পুরুষদের মধ্যে কেউ যদি ধর্ষণ ও শিশুকে যৌন নিপীড়নকারী হিসেবে প্রমাণিত হয়. তাহলে তাদের বিরুদ্ধে যৌন ক্ষমতা ধ্বংস করে দেওয়ার শাস্তি কার্যকর হবে। এছাড়াও নতুন আইনে শিশুকে ধর্ষণের সর্বোচ্চ সাজা ১২ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।
এ আইনকে স্বাগত জানিয়ে দেশটির পুলিশ প্রধান ভিয়াচেস্লাভ আব্রোসকিন বলেন, ইউক্রেনের চারটি অঞ্চলে মাত্র ২৪ ঘণ্টায় পাঁচ শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই অপরাধের ঘটনাগুলো অভিভাবকরা পুলিশের কাছে দায়ের করেছেন। কিন্তু সারাদেশে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার সঠিক সংখ্যা আমরা ধারণা করতে পারি শুধু। নতুন আইনের কঠোর সাজা ধর্ষণের ঘটনা কমাবে বলে আমরা ধারণা করছি।প্রসঙ্গত, ইউক্রেনে ২০১৭ সালে ৩২০ শিশু ধর্ষণের শিকার হয়। তবে ধারণা করা হয়, বাস্তবে শিশুদের যৌন হামলার শিকার হওয়ার ঘটনা কয়েক হাজার। এরপর পরই দেশটিতে ধর্ষকদের সাজা কঠোর করার দাবি ওঠে।