চবি নারী সহকারী প্রক্টর হলেন লিজা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) দায়িত্ব পাওয়ার পর মরিয়ম ইসলাম লিজা সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোন নারী সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন। পাশাপাশি লিজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।
২০১৭ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন।
তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তার বিশ্ববিদ্যালয়েরই সহপাঠী সৈয়দ শামসুল তাবরীজের সাথে। যিনি বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা কর্মরত।
মরিয়ম ইসলাম লিজা ১৯৮৪ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন।
তার মা নুরজাহান বেগম একজন গৃহিণী এবং বাবা শহিদুল ইসলাম একজন চাকরিজীবী ছিলেন। তিন বোন এবং এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার বাবা একজন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ ছিলেন।