মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবলিক পরীক্ষায় পাস নম্বর ৪০

সেরাকণ্ঠ ডট কম :
জুন ১৭, ২০১৯
news-image

পাবলিক পরীক্ষায় পূর্ণমান ১০০-এর বিপরীতে পাস নম্বর ৩৩ নম্বরের পরিবর্তে ৪০ নম্বর নির্ধারণ করার উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গ্রেড পদ্ধতি চালু হওয়ার পর পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়ছে। পাশাপাশি নতুন এই ব্যবস্থায় উত্তরপত্রে শিক্ষকদের নম্বর দেওয়ার প্রবণতায় আগের থেকে বেড়েছে। পরীক্ষার্থীরা এখন পরীক্ষায় আগের চেয়ে বেশি নম্বর পাচ্ছে। এসব বিষয় মাথায় রেখে পরীক্ষায় পাস নম্বর ৪০ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে পাবলিক পরীক্ষায় পাস নম্বর ৪০ করার উদ্যোগ নিয়েছিলেন সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান। এরই ধারাবাহিকতায় বিষয়টি বাস্তবায়ন করার উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান জানান, গত এক দশকে এসএসসি, এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়ছে। কিন্তু শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করে আসছেন, পাসের হার ও জিপিএ-৫ বাড়লেও শিক্ষার মান সেই অর্থে বাড়ছে না। এসব কারণে গত কয়েক বছর ধরে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা নানা ধরনের প্রশ্ন তুলে আসছেন।তিনি আরও জানান, একলাফে নয়, চার ধাপে বাড়ানো উচিত পাস নম্বর।