বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের জটিলতা কাটবে অচিরেই : কাদের

সেরাকণ্ঠ ডট কম :
জুন ১, ২০১৯
news-image

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটি অচিরেই কেটে যাবে। এ ব্যাপারে সব পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।

শনিবার (১ জুন) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

কেন্দ্রীয় সম্মেলনের এক বছর পর ১৩ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৩০১ সদস্যের কমিটিতে বিবাহিত, মাদক কারবারি, হত্যা মামলার আসামি, বিএনপি-জামায়াত পরিবারের সন্তানসহ বিতর্কিত অনেকে স্থান পেয়েছেন বলে অভিযোগ পদবঞ্চিতদের। এরপর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলনে রয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষুব্ধ কর্মীরা অবস্থান কর্মসূচিও পালন করছেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, কমিটি গঠন ও সাংগঠনিক সমস্যা নিরসনে নেত্রী শেখ হাসিনা দলের চারজনকে দায়িত্ব দিয়েছেন। কমিটির সদস্যদের আলাপ হয়েছে। আমি আশা করছি, অচিরেই এ বিষয়ে সমাধান করা হবে।