ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
১ জুন (শনিবার) থেকে ১০ জুন পর্যন্ত ওই বন্দরে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১১ জুন থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, ঈদুল ফিতর উপলক্ষে শনিবার থেকে টানা ১০ দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের বিষয়টি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এবং ভারতের গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে।