শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশের ইতিহাসে এতো ভালো রাস্তা ছিল না: সেতুমন্ত্রী

সেরাকণ্ঠ ডট কম :
মে ৩১, ২০১৯
news-image

বাংলাদেশের ইতিহাসে এতো ভালো রাস্তা কখন ছিল না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও ‍সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার সড়কে যানজটের আশঙ্কা নেই। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। সড়কে যাতে চাঁদাবাজি না হয় সেজন্য আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসেনি। কোথাও কোনো অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেবো। আপনারাও আমাদের জানাতে পারেন।

এসি বাসের ভাড়া প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যানকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ভাড়া আদায়ের একটা সীমা রেখা থাকবে। ৮০০ টাকার ভাড়া কোনোভাবেই ১৩০০ টাকা হতে পারে না। আপনি তাদের সঙ্গে বসুন। দ্রুত এর সমাধান করুন।

তিনি আরও বলেন, ফেরি পারাপারে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

এসময় বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির চেয়ারম্যান মশিয়ার রহমানসহ পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।