বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদার মুক্তির দাবিতে রিজভীর ঝটিকা মিছিল

সেরাকণ্ঠ ডট কম :
মে ৩১, ২০১৯
news-image

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মিছিলেন নেতৃত্ব দেন।

বিএনপির  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নয়াপল্টনে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বক্তব্য দেন।

রিজভী বলেন, ‘ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সরকার আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। আওয়ামী লীগ সরকার চেয়েছিল তাকে (খালেদা জিয়া) কারাগারে বন্দি করে রেখে বিএনপিকে নিঃশেষ করতে, ধ্বংস করে দিতে। কিন্তু সরকারের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।’

শত চেষ্টা করেও বিএনপি ভাঙতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘বিএনপিকে ভাঙার জন্য সরকারের কোনো অপচেষ্টাই সফল হয়নি তাই বিভিন্ন সংস্থা দিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রটানোর অপচেষ্টা করছে। কিন্তু তাতে লাভ হয়নি। কারাবন্দি থাকলেও দেশব্যাপী বিএনপি’র লাখ লাখ নেতাকর্মী খালেদা জিয়ার উপস্থিতি অনুভব করেন।’

এ সময় রিজভী জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করেই কর্মসূচি প্রণয়ন করছেন। রিজভী বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ। দলের কমিটি গঠন, বিভিন্ন কর্মসূচি প্রণয়ন সবই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়ন করছেন।’

সরকারের ইন্ধনে কিছু গণমাধ্যম দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে অভিযোগ রিজভীর। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘সম্প্রতি কিছু গণমাধ্যম সরকারের ইন্ধনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়েও নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। সরকার ও গোয়েন্দা সংস্থা নানা কূটকৌশল করে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পেরে এখন কিছু গণমাধ্যমকে দিয়ে মনগড়া কল্পকাহিনি রচনা করছে। যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য টিএস আইয়ুব, ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন সোহান, সহ-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইফতে খায়রুজ্জামান শিমুল প্রমুখ।