মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাহুলের পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যান ওয়ার্কিং কমিটির

সেরাকণ্ঠ ডট কম :
মে ২৫, ২০১৯
news-image

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দলের ওয়ার্কিং কমিটি। ১৭তম লোকসভা নির্বাচনে লজ্জাজনক হারের শতভাগ দায় কাঁধে নিয়ে পদত্যাগের প্রস্তাব করেন তিনি।

শনিবার (২৫ মে) সকালে রাজধানী দিল্লিতে, নির্বাচনে লজ্জাজনক হারের কারণ খুঁজতে ইউপিএ জোটের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ওয়ার্কিং কমিটির ৫২ সদস্য বৈঠকে বসেন। কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত আমেথিতে রাহুল বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান।

এদিকে লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় জনতা পার্টি- বিজেপি। এরই অংশ হিসেবে ইতোমধ্যে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।