আওয়ামী লীগ সরকার অমানবিক নয়: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সরকার অমানবিক নয় উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়া আইনগত কারণেই কারাগারে আছেন। শুক্রবার (২৪ মে) সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় ভারতে পুনরায় বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হবে, এমন অমানবিক নিষ্ঠুর কাজ এ সরকার করবে না।
তিনি আরও বলেন, আমরা আশা করব তিস্তার অমীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন করতে যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন হবে।