শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ দিনে ৪১ শিশু ধর্ষণের শিকার, ৩ জনের মৃত্যু

সেরাকণ্ঠ ডট কম :
মে ১০, ২০১৯
news-image

এ মাসের প্রথম আট দিনে রাজধানীসহ সারা দেশে ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিশুদের মধ্যে মারা গেছে তিন শিশু। এসব শিশুর মধ্যে মেয়ে শিশু ৩৭ জন এবং ছেলে শিশু চারজন। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরো তিন শিশু।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। দেশের ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

দেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগও প্রকাশ করে মানুষের জন্য ফাউন্ডেশন শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটির সমন্বয়ক শাহানা হুদা রঞ্জনা বলেন, ধর্ষণের শিকার শিশুদের আসল সংখ্যাটি হয়ত আরো বেশি।

নারী ও শিশু ধর্ষণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিমও। তিনি বলেন, আমাদের আরো সতর্ক হওয়া উচিত। যারা নীতি-নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের আরো বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সবাইকেই এ নিয়ে আরো বেশি কথা বলতে হবে।

নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায়ও শোক ও নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি।