পর্তুগাল জার্সিতে ফিরছেন রোনালদো
পর্তুগাল জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তিনি। যেকোনো ম্যাচেই তাকে পাওয়া মানে নির্ভরতা অনেকখানি বেড়ে যাওয়া। ক্রিস্টিয়ানো রোনালদোও প্রস্তুত জাতীয় দলকে আরও কিছু দিতে। জুভেন্টাসের জার্সিতে তার যে ফর্ম, সেটা তাই উয়েফা নেশন্স লিগে পেতে যাচ্ছে পর্তুগিজরা।
আসছে জুনে উয়েফা নেশন্স লিগে পর্তুগালের জার্সিতে রোনালদো খেলবেন। দলের প্রাণভোমরাকে পাওয়ার স্বস্তির সংবাদটা দিয়েছেন কোচ ফার্নান্দো সান্তোস নিজেই। উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ৫ জুন পর্তুগাল পরীক্ষা দেবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
সিআর সেভেন গত বছর রাশিয়া বিশ্বকাপে ভালোই করেছিলেন। কিন্তু দল বেশিদূর যেতে পারেনি। পরে উয়েফা নেশন্স লিগের বাছাইয়ে খেলেননি। মোট ছয় ম্যাচে সেরা তারকাকে পায়নি পর্তুগাল। অবশ্য চলতি বছর ইউরো-২০২০ এর বাছাইতে খেলেছেন পাঁচবারের বর্ষসেরা ৩৪ বছর বয়সী এ মহাতারকা।
সেমিতে যদি সুইস পরীক্ষায় উতরে যেতে পারেন, তবে ফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হতে হবে রোনালদোদের। সেমির চার দিন পরেই, ৯ জুন স্বাগতিক পর্তুগালের পোর্তোয় হবে শিরোপার ফয়সালা।