শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর ফাঁকির মামলায় মরিনহোর জরিমানা ও কারাদণ্ড

সেরাকণ্ঠ ডট কম :
ফেব্রুয়ারি ৬, ২০১৯
news-image

কর ফাঁকির মামলায় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহোকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

একই সঙ্গে তাকে ২.২ মিলিয়ন ইউরো জরিমানা করেছেন স্পেনের একটি আদালত।

জানা যায়, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত থাকা রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচ ২০১১ ও ২০১২ সালে ৩.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেন।

ফুটবলের গোপন তথ্য ফাঁস করতে কাজ করা ‘ফুটবল লিকস’ ২০১৬ সালে মরিনহোর কর ফাঁকির ব্যাপারটি প্রকাশ করে।

গেল বছর মরিনহোর বিরুদ্ধে মামলা করেন স্পেনের কৌঁসুলিরা। এক বছর তদন্ত চলার পর মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়।

অবশ্য এ রায়ে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে না। কারণ স্পেনের আইন অনুযায়ী ফৌজদারি মামলা ব্যতীত প্রথমবার দুই বছর বা তার কম সময় কারাদণ্ড পেলে জেলে যেতে হয় না অপরাধীকে।