শিক্ষা খাতে দুই হাজার কোটি টাকা দিচ্ছে ইইউ
সেরাকণ্ঠ ডট কম :
ফেব্রুয়ারি ৬, ২০১৯

শিক্ষা খাতে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ২০ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় দুই হাজার কোটি টাকা) দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।মঙ্গলবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকার ও ইইউর মধ্যে এসংক্রান্ত দ্বিপক্ষীয় অর্থায়ন চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি-২০২১ কর্মসূচিতে ইইউ এই অর্থায়ন করবে। ইইউর পক্ষে ঢাকায় ইইউ প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত রেঞ্চা টিয়েরিংক ও বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ চুক্তি সই করবেন।
২০ কোটি ৫০ লাখ ইউরোর ওই কর্মসূচির মধ্যে প্রাথমিক শিক্ষার জন্য ইইউ ১৫ কোটি ইউরো এবং কারিগরি, কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ খাতে পাঁচ কোটি ইউরো এবং উভয় খাতের জন্য আরো ৫০ লাখ ইউরো সম্পূরক সহায়তা দিচ্ছে।