বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পারমাণবিক উপাদান ধ্বংস করবে উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র

সেরাকণ্ঠ ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০১৯
news-image

উত্তর কোরিয়া তাদের পুরো পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণ কর্মসূচি ধ্বংস করার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন দেশটির জন্য নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিফেন বাইগান।

বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বাইগান জানান, গত অক্টোবরে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া ভ্রমণ করেন; তখন দেশটির পক্ষ থেকে এ অঙ্গীকার করা হয়।

তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের চুক্তির ক্ষেত্রে এর আগেই উত্তর কোরিয়াকে সমস্ত পারমাণবিক উপাদানের তালিকা দিতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এই যুদ্ধ’ শেষ করতে চান বলেও মন্তব্য করেন বাইগান।

অবশ্য বৃহস্পতিবারই দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনায় ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে এক বৈঠকে তিনি বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সময় ও তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।