মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিরো আলম এবার অনন্ত জলিলের ছবিতে

সেরাকণ্ঠ ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০১৯
news-image

হিরো আলম ব্যতিক্রমী নাচ-গান ও মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন। এবার তিনি ডাক পেয়েছেন সিনেমায়। তাও কোন ছোট চরিত্রে নয়, বড় চরিত্রে অভিনয়ের সুযোগ হচ্ছে তার। জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ছবিতে কাজ করতে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

নায়ক ও প্রযোজক অনন্ত জলিল তার পরবর্তী ছবিতে হিরো আলমকে কাস্ট করতে যাচ্ছেন। বিষয়টি হিরো আলম ও অনন্ত জলিল দুজনেই নিশ্চিত করেছেন।এ প্রসঙ্গে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, এখন আমি একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে কাজ করছি। এতে অনেক ছোটখাটো চরিত্র রয়েছে। যেখানে হিরো আলমকে নিতে পারি না। সে যেহেতু একটা পর্যায়ে চলে গেছে তাই তাকে আগামী ছবিতে তাকে বড়
চরিত্রে নেব।

নায়ক ও নির্মাতা অনন্তের অফার পেয়ে হিরো আলমও খুশি। হিরো আলম বলেন, জলিল ভাই যেহেতু কথা দিয়েছে সেহেতু তিনি কথা রাখবেন ।দীর্ঘ বিরতির পর ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘দিন-দ্য ডে’ নামে একটি সিনেমার কাজ করছেন অনন্ত জলিল। আর হিরো আলমের সাম্প্রতিক ব্যস্ততা ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর