বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানিতে আগমনে ব্যাপক প্রস্তুতি

সেরাকণ্ঠ ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০১৯
news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে তিনি সম্ভাব্য ১৫ ফেব্রুয়ারি জার্মানিতে অবস্থান করবেন।

মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাইডলাইনে বৈঠক হতে পারে শেখ হাসিনার। জানা গেছে, নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসছেন।
তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। সেখানে চলমান রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি তুলে ধরতে পারেন তিনি।
সফরের প্রস্তুতি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জার্মানি সফরকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ, জার্মানি শাখা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
চতুর্থ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর শেখ হাসিনার প্রথম বিদেশ সফরে ইউরোপ আগমনে সর্বকালের সর্বশ্রেষ্ট সংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে । এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ, জার্মানি শাখার সভাপতি বশিরুল আলম চৌধুরী (সাবু) এবং সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ সকল সদস্যকে মিউনিখে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগতম জানানোর অনুরোধ করেছেন।
জার্মানি শাখার সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ জানান, সর্বকালের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইউরোপীয় আওয়ামী লীগ,  জার্মান আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ সর্ব ইউরোপের সকল অঙ্গ সংঘটন এর সকল প্রবাসীদের উপস্থিতি ও সর্বাত্মক সমর্থন জানাতে একান্ত ভাবে কামনা করছি ।